বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা
বরগুনার আমতলী উপজেলার খোন্তাকাটা নামক স্থানে ডিবি পুলিশের অভিযানে অবৈধ হিরোইন মাদক সহ এক যুবককে আটক করে এ সংবাদ পাওয়া যায়।
ওই এলাকার বাসিন্দা মো: আলকাছ চৌকিদারের ছেলে মোঃ মিজানুর রহমান(২৬) নামে এক যুবককে আটক করা হয়।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গত (২জুন) শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের যৌথ অভিযানে আমতলীর ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনের সামনে থেকে ১৭ প্যাকেট হিরোইন সহ তাকে আটক করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ অনুসারে (৮ক) এর ধারা মতে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।