সমুদ্র নগরী কক্সবাজার জেলার সনামধন্য স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর পক্ষ থেকে অত্র সংগঠনের এক ভাইয়ের সহযোগিতায় পালংখালীর ভাদীতলী মাদরাসা রশিদিয়া ইসলামিয়া হেফজখানা ও এতিমখানায় হেফজ বিভাগের সকল ছাত্রদের মাঝে আধুনিক মানের রেহাল বিতরণ করা হয়। অদ্য ৩১ই মার্চ ২০২৪ইং (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘঠিকার সময় কক্সবাজারের সমানধন্য মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর পক্ষ থেকে অত্র সংগঠনের এক ভাইয়ের সহযোগিতায় ভাদীতলী মাদরাসা রশিদিয়া ইসলামিয়া হেফজখানা ও এতিমখানায় হেফজ বিভাগের সকল ছাত্রদের মাঝে প্রায় ৭০ টি উন্নত ও আধুনিক মানের রেহাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সম্মানিত উপদেষ্টা জনাব আহমদ আলী ও আরেক উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল বশর , মাদ্রাসা রশিদিয়া ইসলামিয়া হেফজ ও এতিম খানার প্রধান ও পরিচালক মাওলানা হাফেজ আব্দুল রপ,সহ মাদরাসার সকল ছাত্র বৃন্দ সহ প্রমুখ। এসময় মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল রফ বলেন, আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব সব সময় আমার সন্তান দের সহযোগিতা ও বিভিন্ন শীতবস্ত্র,ঈদ সামগ্রী, এতিম দের মাঝে বিভিন্ন ধরনের সামগ্রী সহ সেবা দিয়ে আসছে,আমি আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সকল উপদেষ্টা, দায়িত্ব রত সকল কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই,পরে অত্র মাদরাসার সকল ছাত্র দের সাথে নিয়ে সংগঠনের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।