joytvnewsbd
২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৪৯ মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. কক্সবাজার জেলা
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. ছোটদের পোষ্ট
  9. জাতীয়
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষাজ্ঞন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫,১২,০০০ টাকার জালনোটসহ র‌্যাব-১৫ কর্তৃক দুইজন গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক জয় নিউজ
মে ১১, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

Loading

দৈনিক জয় নিউজ

চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার: ইকবাল চৌধুরী

গত ০৯ মে ২০২৩ তারিখ অনুঃ ১৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল অবগত হয়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথায় শাহ মজিদিয়া ভাত ঘরের সামনে সড়কের পূর্ব পাশে কতিপয় কালোবাজারি বাংলাদেশে প্রচলিত মুদ্রার ন্যায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে সিএনজি সহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনার একপর্যায়ে একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত কৌশলে চলে যাওয়ার প্রাক্কালে র‌্যাবের আভিযানিক দল সিএনজি সহ (রেজিঃ নং চট্টগ্রাম-থ-১৯) দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয় ও সিএনজি তল্লাশী করে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের সর্বমোট ৫,১২,০০০ (পাঁচ লক্ষ বার হাজার) টাকার জালনোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ১। শেখ আহাম্মদ (৩৫), পিতা-মৃত আবুল কাশেম এবং ২। হায়নে আলম @ আব্দুল খালেক (৩২), পিতা-মৃত রহমত উল্লাহ, উভয় সাং-পূর্ব কলাউজান, ০৭নং ওয়ার্ড, ০৫নং জয়নগর ইউনিয়ন, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটককৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী জাল কারেন্সী নোট কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত জাল টাকাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত জালনোটসহ আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Loading

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত