joytvnewsbd
২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০১ মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. কক্সবাজার জেলা
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. ছোটদের পোষ্ট
  9. জাতীয়
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষাজ্ঞন

পরমেশ্বর ভগবান শ্রীজগন্নাথদেবের ও রথযাত্রার মহিমা

প্রতিবেদক
দৈনিক জয় নিউজ
জুন ১৯, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ

Loading

দৈনিক জয় নিউজ

নয়ন কান্তি নাথ বিশেষ প্রতিনিধ:

পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ মানুষের মিলনোৎসব হল রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের উৎপত্তি ভারতের ঊড়িষ্যা রাজ্যের অন্তর্গত শ্রী জগন্নাথ পুরী ধাম। পুরীধামে বিরাজিত আছে জগতের অধীশ্বর, পরমদয়ালু, জীবের পরম আশ্রয়দাতা পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ। এখানে ভগবান দারুনির্মিত বিগ্রহরুপে বিরাজিত রয়েছেন। তিনি দারুব্রহ্ম নামেও সুবিদিত। কেউ তাঁর দর্শন গ্রহণ মাত্রেই মোক্ষ লাভ করে থাকে।

শ্রীকৃষ্ণ যে সকল লীলা গোকুল, মথুরা, এবং দ্বারকায় প্রদর্শন করেছিলেন সে সকল লীলা নীলাচল, শ্রীক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জগন্নাথপুরী শ্রীক্ষেত্র নামেও পরিচিত এবং শ্রীম্ন মহাপ্রভু সেখানে অবস্থান করেছিলেন, কারণ তিনি শ্রীমতি রাধারাণীর ভাব অঙ্গীকার করেছিলেন বলে।

শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রীমতি রাধারাণীকে বলেন, রাধে আমার প্রতি তোমার যে ভালবাসা তা এক গভীর সমুদ্র সদৃশ। এ রকম গভীর সমুদ্ররুপ তোমার হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছাবার জন্যই ও সেই গভীর সমুদ্রে নিমজ্জিত হওয়ার জন্যই আমি এই জগন্নাথ বিগ্রহরূপে প্রকটিত হয়েছি। এই বিগ্রহরূপে আমি নিত্যকালের জন্য শ্রীক্ষেত্রে প্রকটিত থাকব। এ হচ্ছে জগন্নাথ বিগ্রহ’ রাধা বিরহ বিধুর”, কৃষ্ণ রাধা বিরহ সন্তাপ অনুভব করছেন। এক খন্ড কাষ্ঠরুপে তিনি রাধা-ভাব রস সমুদ্রে ভাসছেন। তা রাধার হৃদয়ের অন্তঃস্থল।

আর আমি যখন তোমার ভাব ও কান্তি অবলম্বন করে আবার শ্রীচৈতন্য মহাপ্রভুরুপে আবির্ভূত হব, তখন জগন্নাথপুরী ধামে অবস্থান করব।

কৃষ্ণ শ্রীরাধিকাকে আরও বললেন, ভাই বলরাম এবং ভগ্নী সুভদ্রা ব্রজে আমার সহায়ক হয়েছেন, যার ফলে আমরা একত্র হতে পেরেছি। ব্রজে প্রবেশ করেই তাঁদের যে স্বরূপ প্রকাশ পেয়েছে তাঁদেরকেও আমি সঙ্গে নেব। ঐ রুপে আমরা তিনজন নিত্যকালের জন্য নীলাচল জগন্নাথ পুরী ধামে বিগ্রহরুপে প্রকটিত থাকব।

স্কন্ধ পুরাণের বর্ণনানুসারে জৈষ্ঠ্য পূর্ণিমা (মে-জুন) হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মদিবস। কারণ ঐ দিনে কৃষ্ণ বড় বড় বিস্ফারিত নেত্রে বর্তুলাকার মুখ এবং হস্ত-পদ সঙ্কুচিত অবস্থায় নিজেকে প্রকাশ করেছিলেন। একবার সূর্য গ্রহণ উপলক্ষ্যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ব্রজবাসী ও যদুগণ সমবেত হলে ব্রজবাসীরা দীর্ঘকালের বিরহাবসানে শ্রীকৃষ্ণকে দর্শন করে ভ্রাতা বলরাম ও ভগ্নী সুভদ্রাদেবী সহ তিনটি রথ টেনে বৃন্দাবনে নিয়ে যান। রথযাত্রার সময় বলদেবের রথ আগে যায়। তারপর সুভদ্রার রথ তাঁর অনুগমন করে। এটি হচ্ছে অগ্রসর হওয়ার প্রণালী। তিনটি রথ সাজান হয় এবং কৃষ্ণ রথে আরোহণ করে শেষে যাবেন। রথযাত্রা হল পৃথিবীর একমাত্র উৎসব যেখানে ভগবান মন্দির থেকে হেঁটে হেঁটে এসে রথে উপবেশন করেন।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) এর প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সমগ্র বিশ্বে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর আরাধনা বি¯তৃত করেছেন এবং শ্রী জগন্নাথপুরীর রথযাত্রাকে সমগ্র বিশ্বে এক সার্বজনীন উৎসবে পরিণত করেছেন। ইস্কন সারা বিশ্বের প্রায় ১৮৭টিরও বেশী দেশে এই বাংলার কৃষ্টি, প্রথা, সংস্কৃতি, মূল্যবোধ, চেতনা প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ সারা বিশ্বের বড় বড় শহরসহ বছরব্যাপী ৫২৬টিরও বেশী রথযাত্রা উদযাপিত হয়।

বাংলাদেশেও ইস্কন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইস্কনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে দেশের ৬৪ জেলায় ১৫৫টিরও বেশী রথযাত্রা উদযাপিত হয়। এটি এমনই এক হৃদয়গ্রাহী ও মহিমান্বিত উৎসব যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, চাকুরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ নরনারীবৃন্দ স্বতঃস্ফুতভাবে অংশগ্রহনের মাধ্যমে রথের দড়ি টেনে রথযাত্রা উদযাপন করে এবং একে অন্যের সাথে আন্তরিকতা, সহানুভূতি, ইচ্ছা, ভালবাসা বিনিময় করার এবং জগন্নাথদেবের কৃপার্শীবাদ লাভ করার এক অপার সুযোগ হিসেবে গ্রহণ করে।

যুগযুগ ধরে এই মহতী কার্যক্রমের সুপক্কভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যতার জৌলসের মাধ্যমে উদযাপিত হওয়ার এক মূর্ত কেন্দ্রস্থল চট্টগ্রামের নন্দনকাননস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্র্ম। চট্টগ্রামের ইস্কনের রথের উৎপত্তিস্থল এই স্থানকে রথের পুকুর পাড় বলা হয়। চট্টগ্রাম ইস্কন বিভাগীয় প্রধান কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রামের নন্দনকানন থেকে অন্যান্যবারের ন্যায় এবারও ইস্কন বিভাগীয় কেন্দ্রীয় ২৬ তম রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া শ্রীপুন্ডরীক ধাম, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, কক্্রবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের মোট ১৩টি জেলার সব জেলা শহরে এই রথযাত্রা উৎসব মহাসমারোহে উদযাপিত হচ্ছে। ফলশ্রতিতে বর্তমান বিপদগামী যুবসমাজসহ ক্ষয়িষ্ণু মূল্যবোধ ও চেতনা পুনরোদ্ধারে, বর্ণ বৈষম্য রোধে, সামাজিক মেলবন্ধন সৃষ্টিতে, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে রথযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই কার্যক্রমে পূর্বাপর সহযোগিতা দানের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদসহ সনাতনী সব গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের সংশ্লিষ্ট সকলের নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রীজগন্নাথ দেবের রথযাত্রার মূল চেতনা সবার মধ্যে বিকশিত হবে এটাই শ্রীজগন্নাথদেবের শ্রীচরণে আকুল প্রার্থনা।

 

 

মুকুন্দ ভক্তি দাস

লেখক : যুগ্ম সম্পাদক

ইসকন নন্দনকানন, চট্টগ্রাম

Loading

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চরম্বা ইউনিয়ন যুবলীগের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশি মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ

পাংশায় ট্রাক -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ; কলেজ ছাত্রসহ নিহত ২

হলদিয়া নয়াচর ও হলদিয়া সমুদ্র উপকূলে প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং প্রচার।

হলদিয়া নয়াচর ও হলদিয়া সমুদ্র উপকূলে প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং প্রচার।

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ডেঙ্গুর কারণে MRP অপেক্ষা অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রয়ের বিষয়ে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান।

চাঁপাইনবাবগঞ্জে ভুমি সেবা সপ্তাহ পালিত 

চাঁপাইনবাবগঞ্জে ভুমি সেবা সপ্তাহ পালিত 

নৌ-পাড়ে যাত্রীদের ভোগান্তি বন্ধে বৈঠক

নজিবের নেতৃত্বে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার তথ্য ঘরে ঘরে পৌঁছে দিবে পৌর আ.লীগ

নিহত ঘের কর্মচারী আজিজুর রহমানের স্বজনের আহাজারি

ধার নেয়া বাল্ব ফেরতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে খুন

খাগড়াছড়িতে ভুমি ও গৃহহীন ৮৬০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার

খাগড়াছড়িতে ভুমি ও গৃহহীন ৮৬০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার