joytvnewsbd
২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩০ মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. কক্সবাজার জেলা
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. ছোটদের পোষ্ট
  9. জাতীয়
  10. প্রবাস
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষাজ্ঞন

পাঁচ বছরে আবাদি জমির পরিমাণ নেমেছে অর্ধেকে

প্রতিবেদক
মো: আব্দুল ওহাব,ঠাকুরগাঁও (প্রতিনিধি)
ডিসেম্বর ২১, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

Loading

দৈনিক জয় নিউজ

মো: আব্দুল ওহাব,ঠাকুরগাঁও (প্রতিনিধি)

দেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গম চাষে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। উত্তরাঞ্চলের জেলাটির মাটি ও আবহাওয়া গম চাষের উপযোগী হওয়ায় খাদ্যশস্যটির ভালো ফলন পান কৃষক। তবে সাম্প্রতিক বছরগুলোয় অন্যান্য শস্যের তুলনায় কম মূল্য পাওয়ায় কৃষক গম চাষে অনাগ্রহী হয়ে উঠছেন। পাঁচ বছরে গম আবাদি জমির পরিমাণও নেমে এসেছে অর্ধেকে।জেলা কৃষি অফিসের তথ্যমতে, জেলায় ২০১৬-১৭ অর্থবছরে ৬৭ হাজার ৮২০ হেক্টর জমিতে গম চাষ হয়। চার বছরের মাথায় ২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্যটির আবাদি জমির পরিমাণ নামে ৩৬ হাজার ৬৫৭ হেক্টরে। এ থেকে ১ লাখ ৪৩ হাজার ৩২৮ টন গম উৎপাদন হয়৷ আর চলতি মৌসুমে (২০২৩-২৪) ৩৬ হাজার ৬৫৭ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩২৮ টন।৷ জানা গেছে, এখন পর্যন্ত ৩০ হাজার ৩২০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।আগে জেলায় গমের চাষাবাদ বেশি থাকলেও এখন বছর বছরই কমছে আবাদি জমির পরিমাণ।৷ পাঁচ বছরে গমের আবাদ প্রায় অর্ধেকে নেমে এসেছে। গমের বীজ পেতে নানা বিড়ম্বনা ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারি দাম কম থাকায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন চাষীরা। গমের পরিবর্তে ভুট্টা, আলু ও সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা।খাদ্যশস্যটির আবাদ ও উৎপাদন কমায় গম কেনার লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে সরকারের। জেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্য বলছে, ২০১৯ সালে দেশে ৫০ হাজার টন গম কেনা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও জেলা থেকে কেনা হয় ৬ হাজার ৬০৯ টন। পরের বছর অর্থাৎ ২০২০ সালে ঠাকুরগাঁও থেকে ১২ হাজার ৩১০ টন গম কেনার কথা থাকলেও কেনা হয়েছে ২৪ হাজার ৬১ টন। এর পরে কৃষকেরা গম সরকারিভাবে না বিক্রি করায় লক্ষ্যমাত্রা অনুযায়ী গম কেনা সম্ভব হয়নি।বালিয়াডাঙ্গী উপজেলা এলাকার কৃষক শ্রী জীবন রায় বলেন, দুই বছর থেকে গম চাষ কমিয়ে দিয়েছি, এখন ভুট্টা চাষ করছি। এটাতে হয়রানি কম, দামও ভালো পাওয়া যাচ্ছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আবাদ কম হওয়ায় আমরা পর্যাপ্ত গম ক্রয় করতে পারছি না। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাইরে বেশি দাম পাওয়ায় কৃষকেরা আমাদের কাছে বিক্রি করছেন না।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, গম উৎপাদনে শীর্ষ জেলা হলেও দিন দিন চাষ কমে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি গমের পরিবর্তে ভুট্টা চাষে তারা বেশ লাভবান হচ্ছেন। সে কারণে ভুট্টা চাষে ঝুঁকছেন।৷গমের আবাদ কমে গেলে আমদানি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই গম চাষ বাড়াতে আমরা প্রচার-প্রচারণা ও প্রণোদনার মাধ্যমে বীজ ও সার দেয়ার ব্যবস্থা করছি।ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন গম উৎপাদনে দেশের শীর্ষ জেলা হলেও আমাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। গম চাষে বীজ ও সার পেতে কোনো ধরনের কারসাজি হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Loading

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

৪র্থ বারের মত সংসদ সদস্য হিসেবে বিজয়ী জুনাইদ আহমেদ পলক।

পাংশায় এনজিও ডিপিপি এর উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পাংশাতে মানববন্ধন

নজিবুল ইসলামের তত্ত্বাবধানে ভারুয়াখালীতে বৃক্ষরোপণ,,

এক ছবিতেই মিলিয়ন শব্দ প্রকাশের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস

কলাউজানে যুবলীগের সম্মেলন! সাধারণ সম্পাদক পদে আসতে মরিয়া সাইফুল ইসলাম সজিব,

শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১ জুন ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে গাইবান্ধা জেলা

১১ জুন ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে গাইবান্ধা জেলা

নিহত ঘের কর্মচারী আজিজুর রহমানের স্বজনের আহাজারি

ধার নেয়া বাল্ব ফেরতে দেরি হওয়ায় ছুরিকাঘাতে খুন

পাঁচ বছরে আবাদি জমির পরিমাণ নেমেছে অর্ধেকে