বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা
বরগুনা সদর ২নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা নামক স্থান থেকে দুই কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ।
আটককৃতর নাম: মো:আমিরুল ইসলাম(৩১) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা নামক স্থানের রামারবাগ ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম মিয়ার ছেলে।
পুলিশ তথ্যে জানা যায়, (৬ জুন) মঙ্গলবার রাত আনুমানিক ৩ঃ৩০ মিনিটের সময় সদর ২গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা ২নং ওয়ার্ডের বরগুনা টু ঢাকা মহাসড়ক নতুন বাস স্ট্যান্ড নামক স্থানে চেকপোষ্ট করাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, বরগুনা সদর নতুন বাস স্ট্যান্ড নামক স্থানে চেক পোস্ট করাকালীন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়।