আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজউদ্দিন একাডেমির শিক্ষার্থীদের মাঝে ফ্রি স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) আলহাজ্ব হাকিম প্রামাণিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বিকাল ৪ টায় এই ফ্রি ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজউদ্দিন একাডেমির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুদুর রহমান রুবেল, হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল মামুন খান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলিম মন্ডল ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক বিমান কর্মকর্তা, ওয়াহিদা পারভীনসহ ইউনিয়নের মুক্তিযোদ্ধারা ও অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।