আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় অমানবিক নির্যাতন করে মোঃ হাসিব (১৩) নামে এক স্কুল ছাত্রের হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ জুন) সকালে বাবুপাড়া ইউপির দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকের পাশে একটি ঘাস ক্ষেতের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্র উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের অটোরিকশা চালক মোঃ হামিদুলের ছেলে ও সমষপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
নিহত স্কুল ছাত্রের বাবা হামিদুল বলেন, মঙ্গলবার বিকেল চারটার দিকে আমার ছেলে হাসিব আমার অটো ভ্যান নিয়ে বের হয়। তারপর থেকে আমার ছেলে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করে আমার ছেলেকে পাইনি। পরে পাংশা মডেল থানা পুলিশকে জানানো হয়।
নিখোঁজের একদিন পুলিশ মরদেহো উদ্ধার করে।
স্বজনরা জানান, হত্যাকারীরা শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ঝলসে দিয়েছে, দুই চোখও আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকারির কঠিন শাস্তি চাই যাতে কোনো মায়ের বুখ এইভাবে খালি নাহ হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।