আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
“একের রক্ত অন্যের প্রাণ রক্তই হোক আত্মার বাধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় পাংশা ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
“নিরাপদ রক্তের জন্য আমরা অঙ্গীকার বদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে শনিবার ১৬ই সেপ্টেম্বর পাংশা ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে সকাল ১০ টায় আয়াশ রেষ্টুরেন্ট এন্ড পার্টি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ও উক্ত গ্রুপের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ রানা শিশির, সাংবাদিক ও এএসটিভি লাইভের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন হোসেন, উপদেষ্টামন্ডলীসহ উক্ত গ্রুপের সকল সদস্যবিন্দু উপস্থিত ছিলেন।