আজ ২৪ শে অক্টোবর বৃহস্পতিবার, ঘূর্ণিঝড় দানার প্রভাব কতটা পড়বে সেই নিয়ে সংশয়ে রয়েছেন প্রশাসন থেকে সাধারণ মানুষ,দীঘা সমুদ্রপুল এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছেন প্রশাসনের তরফ থেকে, চলছে, বৃষ্টি ও তার সাথে সাথে দমকা হাওয়া, যদিও প্রশাসনের তরফ থেকে গতকাল ও আজ তৎপরতা লক্ষ্য করা যায়, যে সকল দোকানগুলি খোলা ছিল সেগুলিকেও তারা আজ বন্ধ করে দিয়েছেন।।
সতর্ক দৃষ্টি ও নজর রেখেছে দীঘা উপকূল এলাকাও সমুদ্রের তীরবর্তী এলাকা, তাতে কেউ সমুদ্রের ধারে চলে না যায়, বারংবার মাইকিং করে বারণ করে দে ওয়া হচ্ছে, সকলকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য,
বেলা বাড়ার সাথে সাথে একদিকে যেমন ঘন কালো মেঘে ঢেকে গেছে দীঘা সমুদ্র কুল এলাকা, তেমনি সাধারণ মানুষ তাকিয়ে রয়েছেন দানার প্রভাব কতটা পড়ে, সমুদ্র উত্তাল হতে শুরু করেছে, সমুদ্রের ঢেউ এগিয়ে আসছে সমুদ্রের পা পর্যন্ত। কিছু কিছু এলাকা প্লাবিত করে ফেলেছে।
প্রশাসনিক তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা ও দুর্যোগ মোকাবেলা টিম উপস্থিত আছেন, সারা দীঘা জুড়ে, প্রশাসনের অফিসাররা সতর্ক দৃষ্টিতে নজর রাখছেন। এমনকি যে সকল মানুষ বাঁশের তৈরি মাচার ভেড়িতে বসবাস করছিলেন তাদেরকেও সরিয়ে দেয়া হয়েছে , কারণ তার তোলা পর্যন্ত সমুদ্রের জল ধেয়ে আসতে শুরু করেছে, তাহাদেরকে নিরাপদে চলে যেতে নির্দেশ দেন এবং ঘরগুলি খালি করে দিয়েছেন।
সকলেরই একটাই দৃষ্টি, কি ঘটে সন্ধের পর, ঘূর্ণিঝড়ের দানার প্রভাব কোথায় গিয়ে পড়ে। দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে সমস্ত কিছু বাতিল করা হয়েছে।